October 4, 2024, 11:58 am
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করার কয়েক ঘন্টা পরই জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ বুধবার (৪ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানান হয়েছে। জেলা ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, ২০১৮ সালের ৫ জুন আবু হাসানকে সভাপতি এবং তাকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্র দলের কমিটি গঠন করা হয়।
পরে আবু হাসানকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করায় সিনিয়র সহস সভাপতি সাইদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। বুধবার (৪ সেপ্টেম্বর) কমিটি ভেঙ্গে দেওয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব দায়িত্বে আসবে।