October 4, 2024, 11:04 am
রোটারীক্লাব অব বগুড়াগতকালমঙ্গলবার বেলা ১২টায় শহীদ জিয়াউররহমান মেডিকেলকলেজ (শজিমেক) হাসপাতালে হেপাটাইটিস-বি ভাইরাস সনাক্তকরণ কিটস্প্রদানকরেছে। ৮৭৬টি সনাক্তকরণ কিটস্ দুঃস্থ রোগীদেরপরীক্ষারলক্ষ্যে শজিমেকহাসপাতালেরপরিচালকবিগ্রেডিয়ার জেনারেল মো. জুলফিকারআলমেরহাতেতুলে দেন রোটারীক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুলইসলাম। এ সময়উপস্থিত ছিলেনটিএমএসএস মেডিকেলকলেজেরঅধ্যক্ষ রোটা. ডা. মো. জাকির হোসেন, শজিমেকহাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুলওয়াদুদ, ক্লাবের সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুররহমানজনি, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউলহাসানরানু, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. নবিউলইসলামনয়ন, ডাইরেক্টর রোটা. ডা. ইব্রাহিমখলিলুল্লাহ, রোটা. তৌশিক-এ-জাহেদী (রাজিদ), রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ারইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট তৌফিক চৌধুরী, ইন্টার্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট মো. ইশতিয়াকরহমানপ্রমুখ।