October 4, 2024, 12:32 pm
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন সমাজ ও রাষ্ট্রে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরীক হতে হবে। কুরআন সমাজে প্রতিষ্ঠা হলে আদর্শ সমাজ গড়ে উঠবে আর আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআন আকঁড়ে ধরার আহবান জানান।
তিনি শুক্রবার সকালে সুবিল স্কুল মাঠে তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া ফুলবাড়ী অঞ্চল আয়োজিত হাজী সমাবেশ ’২৪ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দান কালে একথা বলেন। সুবিল স্কুলের সাবেক সভাপতি আলহাজ¦ নওশাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারী আযিযুল হক বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ প্রফেসর শাহজাহান আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এ্যাড. মাহিন মিয়া, আলহাজ¦ মাও: আব্দুল হালিম বেগ, আলহাজ¦ মাও: নুরুল ইসলাম, ক্বারী আব্দুল্লাহ আল মামুন,মাও: হিফজুল বারী প্রমুখ।