September 11, 2024, 2:05 pm

বগুড়ায় সাবেক নৌ-বাহিনীর প্রধান মাহবুব আলী খানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার: সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডা. জুবাইদা রহমানের পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় মরহুমের পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, এ্যাড.একেএম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন,মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, মমিন রশীদ শাইন, শাইদুজ্জামান শাকিল, শহিদুল ইসলাম বাবলু, আবু তোহা, শামিম রেজা শামিম, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, রেজাউল করিম লাবু, সাইদুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আশরাফুজ্জামান প্রবাল, আল আমিন সরকার ও উজ্জ্বল হোসেন, আবু আশা সিদ্দিকী রাকিব, হাবিবুর রশিদ সন্ধান, সৈয়দ নাহিদ, খালিদ হাসান।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD