September 11, 2024, 12:47 pm
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দাঁড়িয়ে থাকা এক ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মোঃ সোহাগ (২৩) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
বুধবার গভীর রাতে বীরগঞ্জ পৌরশহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের তানজিমুল টাওয়ার সামনে এ দুর্ঘটনার ঘটে।
মোঃ সোহাগ ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা।
বীরগঞ্জ থানার এসআই মোঃ রাজেকুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে বীরগঞ্জ পৌর শহরের তানজিমুল টাওয়ার সামনে পন্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি ট্রাক দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকে থাকা হেলপার মোঃ সোহাগ গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মোঃ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।