October 11, 2024, 11:06 am
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এরমধ্যে ১২ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জন অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলাটি করেছে
বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
ওসি মো. মেহেদী হাসান জানান, দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখ করে ও ১০০ জন অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলা করা হয়েছে।
এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
তবে কখন ও কোথায় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান।