April 19, 2024, 4:22 am

বিশ্ব বাইসাইকেল দিবস আজ

যমুনা নিউজ বিডিঃ যানজট ও দূষণের অবসান, বাইসাইকেলে হোক সমাধান- স্লোগানটি সাইক্লিস্টদের। তাদের মতে, সাইকেল মানব সভ্যতার ক্রমবিকাশের প্রতীক। এটা সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা বাড়ানো, সামাজিক বন্ধন এবং সংস্কৃতির বাহন হিসেবে কাজ করে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস।  সুস্থ জীবন পরিচালনার জন্য ২০১৮ সালের এপ্রিলে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবসের প্রস্তাব করে জাতিসংঘ। এরপর থেকেই প্রতি বছর এটি পালিত হয়ে আসছে। যাতে অংশ নেয় সব ধরনের মানুষ।

জাতিসংঘ বাইসাইকেলকে শান্তি, সহনশীলতা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুর জন্য উপযুক্ত যানবাহন হিসেবে পরিচয় করিয়েছে।দিবসটির মূল উদ্দেশ্য ‘মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া’। তাছাড়া সাইকেল চালানো স্বাস্থ্যর জন্যও ভালো। বাংলাদেশেও সাইক্লিস্টদের সংগঠন রয়েছে। ২০১৮ সালে এই দিবসটিতে সাইক্লিস্টদের সংগঠন ‘ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট’ ঢাকায় বাইসাইকেল চালানোর জন্য আলাদা লেনের দাবী তোলে। মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল র‌্যালির করে ৪০০ সাইক্লিস্ট। যদিও আজো সাইক্লিস্টদের জন্য রাজধানীতে আলাদা লেন গড়ে ওঠেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD