October 3, 2023, 2:34 pm
যমুনা নিউজ বিডিঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে চলছে নানা আয়োজন। এ উপলক্ষে ব্রিটেনে চলছে ৪ দিনব্যাপী উৎসব। প্লাটিনাম জুবিলি উৎসবের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সামরিক বাহিনীর ঐতিহ্যবাহী প্যারেড দিয়ে। এ উপলক্ষে বাকিংহাম প্যালেস প্রাঙ্গণে ভিড় করেন লাখো মানুষ। খবর বিবিসির।
১৯৫৩ সালের এই দিনে ব্রিটিশ রাজ পরিবারের দায়িত্ব নেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ক্ষমতায় আরোহণের ৭০ বছর উপলক্ষে ব্রিটেনজুড়ে শুরু হয়েছে উৎসব। দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় তোপধ্বনির মাধ্যমে। এরপর ব্রিটিশ বাহিনীর ঐতিহ্যবাহী প্যারেড দিয়ে শুরু হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এতে ১২ শ’ সৈন্য, ২০০ ঘোড়া ও সেনাবাহিনীর কয়েক শ’ বাদ্য-যন্ত্রশিল্পী অংশ নেন। আর ফ্লাইপাস্টের মাধ্যমে রানিকে সম্মান জানায় ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী।
৪ দিনব্যাপী এই উৎসবে রয়েছে মশাল প্রজ্বলনসহ বেশকিছু আয়োজন। প্লাটিনাম জুবিলির এ আয়োজন দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন লন্ডনে। ৯৬ বছর বয়সী রানিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।