April 25, 2024, 12:21 am

বগুড়ায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টারঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বগুড়াবাসী।

সোমবার সকালে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শাহাদাৎ বার্ষিকী পালন শুরু করে তারা। এরপর বগুড়ার কৃতি সন্তান শহীদ জিয়ার রূহের মাগফেরাত কামনায় ড্যাবের সহযোগিতায় জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসিজেদ দোয়া মাহফিল ও তিনটি মাদরাসায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জিয়া পরিষদ বগুড়া্ জেলা সভাপতি ডাঃ মোওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন এমপি, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, তৌহিদুল ইসলাম বিটু, ডাঃ আশিক মাহমুদ ইসলাম স্বাধীন, ডাক্তার ইউনুস আলী, এনামুল হক নতুন, যুবদলের খাদেমুল ইসলাম, ছাত্রদলের আবু হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

বগুড়ার প্রতিটি উপজেলায়ও এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। শাহাদাৎ বার্ষিকীকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ৯ দিনব্যাপী বিশেষ কর্মসূচী শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD