October 6, 2024, 1:43 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ার সদরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদরের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং টি আই বি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সমাবেশের আয়োজন করে।
অভিভাবক, শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা ও সচেতন নাগরিক কমিটি(সনাক) বগুড়ার সদস্যরা অংশ নেন।
এ সময় এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. হযরত আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি মাছুদার রহমান হেলাল ও সনাক সদস্য হোসনেয়ারা হায়দার।
সভার শুরুতে সনাক সদস্য হোসনে আরা হায়দার স্বাগত বক্তব্য রাখেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর দেন।
আলোচনার পরবর্তী অংশে মুক্ত আলোচনায় উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে পরামর্শ প্রদান করেন।