October 11, 2024, 11:38 am
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য বগুড়ার কৃতি সন্তান, লেখক – সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা দৈনিক করতোয়ার চীফ রিপোর্টার সৈয়দ আহমেদ অটল (৭২) আজ বেলা আনুমানিক ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপি ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী নির্লোভ, প্রতিবাদী, সৎ ও সাহসী গণমাধ্যম পেশার জন্য সর্বদা নিবেদিত ছিলেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সব সময় সত্য প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন। মহান মুক্তি সংগ্রামে এ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।আমরা একজন জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারালাম।এ ক্ষতি অপুরনীয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।