October 11, 2024, 12:39 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে বগুড়ায় জেলা পুলিশের বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় পুলিশ লাইন্স থেকে বগুড়া জেলা পুলিশের আয়োজনে র‌্যালী বের হয়ে কলোনী এলাকা প্রদক্ষিন করে। র‌্যালী শেষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতি: ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

বক্তব্য রাখেন সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউসার শিকদার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, পুলিশ হাসপাতাল বগুড়ার চিকিৎসক শরাবন তহুরা, কাহালু থানার উপ-পরিদর্শক রেজিনা খাতুন এবং বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকার। বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, ওসি ডিবি মোস্তাফিজ, সহ বগুড়া সদর থানার বিভিন্ন ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।

সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহন নিশ্চিত করাসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। সরকার পদক্ষেপ গ্রহন করায় আজ দেশের গুরুত্বপূর্ন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে নারীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। পুরুষের সাথে সমানতালে কাজ করছে নারী পুলিশ, অসহায় শিশু ও নারীদের মমতা ও স্নেহসুলভ আচরনের মধ্য দিয়ে তাদের আইনগত সহায়তা দিচ্ছে। নারী পুলিশ সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সমাজে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশের মতো ঝুকিপূর্ন পেশায় নারীরা সফল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD