October 13, 2024, 2:19 pm
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ফসলের ক্ষেত থেকে মো: আব্দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ মার্চ) সকালে কালাই উপজেলার পুনটের গোহাড়া এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান কালাই উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মো: মতলেব হোসেনের ছেলে।
জয়পুরহাটের কালাইয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াসিম আল বারি বলেন, আব্দুর রহমান মঙ্গলবার (০৫ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে তিনি আর রাতে বাড়িতে ফেরেননি।
বুধবার সকালে ওই এলাকার কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মাহত্যা।