October 6, 2024, 12:51 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ইরানে গত বছরে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যমুনা নিউজ বিডি: অবিশ্বাস্যভাবে ইরানে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা। ২০১৫ সালে পর দেশটিতে গত এক বছরে সর্বাধিক ৮৩৪ জনের মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করা হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন আজ মঙ্গলবার (৫ মার্চ) এই তথ্য দিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে যা ২০২২ সালে ৪৩ শতাংশ বেড়ে গিয়েছিল। ২০১৫ সালে সর্বাধিক ৯৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পর গতবছর দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আটশর ঘর পেরিয়ে গেছে। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও প্যারিস ভিত্তিক টুগেদার এগেইনস্ট ডেথ পেনাল্টি এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই দুই সংগঠন অভিযোগ করে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় যে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে তা থামাতে সমাজে ভীতি ছড়িয়ে দিতে মৃত্যুদণ্ডকে ব্যবহার করা হয়েছে।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এ সম্পর্কে প্রতিবেদনে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য সমাজে ভীতি ছড়িয়ে দেওয়াই শাসক গোষ্ঠীর একমাত্র উপায়, আর এক্ষেত্রে মৃত্যুদণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তাদের জন্য। প্রতিবেদনে সংগঠনটি মৃত্যুদণ্ডের বেড়ে যাওয়ার এই সংখ্যাকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে ২০২২ সালে বিক্ষোভকে ঘিরে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে মোট নয়জন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ২০২২ সালে দুটি, ২০২৩ সালে ছয়টি ও ২০২৪ সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হয়, মাদক সংক্রান্ত মামলায় ২০২৩ সালে ৪৭১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় যা ২০২০ সালের তুলনায় ১৮ গুণ বেশি।
খবর এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD