October 13, 2024, 2:13 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

শাজাহানপুরে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাজাহানপুর প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৪ মার্চ) বেলা ১২টায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফুলতলা ফাযিল স্নাতক মাদ্রাসার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে শিক্ষার্থীদের পারাপারের জন্য ফ্লাইওভার নির্মাণের দাবিতে সাজাপুর ফুলতলা ফাযিল স্নাতক মাদ্রাসা, সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাজাপুর ফুলতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফুলতলা ফাযিল মাদ্রাসার গেঁটে ঘন্টাব্যাপি চলা ওই মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ ওয়ারেসুল মুস্তফা আল আতিক, প্রভাষক মোহসীন আলী, আবু বকর সিদ্দিক , আমিনুল ইসলাম, জিকরুল্লাহ প্রধান শিক্ষক জুলফিকার আলি, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান বাবলু, ডাঃ মোঃ রফিকুল ইসলাম সহ পাঁচ শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া-ঢাকা মহাসড়ক দিয়ে দিনে-রাতে অজস্র যানবাহন চলাচল করে। আধুনিক ট্রাফিক ব্যবস্থা না থাকায় এখানে যানজট লেগেই থাকে। প্রতিদিন যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। সেই সাথে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটতেছে। এ জন্য এখানে ফ্লাইওভার নির্মাণ জরুরি হয়ে পড়েছে বলে তারা মনে করেন।

এছাড়া এখানে ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বক্তারা অবিলম্বে ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD