October 4, 2024, 5:47 am

পুণ্ড্রনগরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বগুড়ায় সেমিনার

প্রায় ৩ হাজার বছরের প্রাচীন জনপদ পুণ্ড্রনগরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সেমিনার হয়েছে বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সোমবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোজাম্মেল হক। সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর হোসনে আরা বেগম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন
প্রফেসর ডক্টর আতর আলী। সেমিনারে মূল আলোচক হিসেবে পুণ্ড্রনগরের হাজার বছরের ইতিহাস তুলে ধরেন প্রত্নতত্ত্ব অধিদফতরের রাজশাহী ও রংপুর অঞ্চলের পরিচালক ডক্টর নাহিদ সুলতানা।
বক্তারা বলেন, পৃথিবীর আলোচিত এবং অনুসরণীয় সব সভ্যতার সমান গুরুত্বের স্থান হলেও, প্রাচীন পুণ্ড্রনগর বা আজকের মহাস্থানগড়ের প্রাচীনত্ব বা এর সভ্যতা নিয়ে বিশ্বে ততোটা পর্যাপ্ত তথ্য ছড়িয়ে দেয়া যায় নি আজো! এ অঞ্চলের ইতিহাস নিয়ে তাই সরকারি বেসরকারি পর্যায়ে গবেষণা ও কাজের পরিধি আরো বাড়ানো দরকার।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন পিইউবির ইমেরিটাস প্রফেসর ও বিওটি উপদেষ্টা ড. এম. আফজাল হোসেন, বিওটি সদস্য আয়শা বেগম, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, টিএমএসএস’র আজীবন সদস্য অ্যাডভোকেট মালেকা পারভিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতীসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD