October 14, 2024, 4:39 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

নন্দীগ্রাম রামকৃষ্টপুর চৌদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে গত ২মার্চ (বৃ্হস্পতিবার) রামকৃষ্টপুর চৌদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, শিক্ষা বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: রেজাউল আশরাফ জিন্নাহ’র সভাপতিত্বে এবং জেএফ খাইরুলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন (কাহালু-নন্দীগ্রাম) ৩৯ বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোরশেদুল বারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, কুমিড়া পন্ডিত পুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: শফিকুল ইসলাম, রামকৃষ্টপুর চৌদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকরামুজ্জামান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী প্রধান শিক্ষক মো: আবু সাঈম, কুমিড়া পন্ডিত পুকুর বাজার বণিক সমিতি’র সভাপতি মাহফুজার রহমান মাফু, শরীর চর্চা শিক্ষক এফ,এম,এ সোবহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহুরুল ইসলাম, মোস্তফা, বেলাল উদ্দিন, হাওয়া খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ মাঠ ডিসপ্লে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD