October 11, 2024, 11:34 am
সাংবাদিক ইউনিয়ন বগুড়া (রেজি: নং ৩০০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা কারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ের দেয়ালে এই তালিকা টানানো হয়।
প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারন সম্পাদক পদে এস এম আব ুসাঈদ (দীপ্ত টেলিভিশন) এবং কোষাধ্যক্ষ পদে ফেরদৌসুর রহমান (দি নিউ নেশন) কে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। অন্যান্য পদে প্রার্থীরা হলেন- সভাপতি পদে গণেশ দাস (আজকেরপত্রিকা) ও মৌসুমী আক্তার (দৈনিক মহাস্থান), সহ সভাপতি পদে আব্দুসছাত্তার (সাপ্তাহিকদিনক্ষণ) ও জাফর আহম্মেদ মিলন (দৈনিকআজ ও আগামীকাল), যুগ্ম-সাধারনসম্পাদক পদে টিএমমামুন (ডেইলীইন্ডাস্ট্রি) ও মো: আব্দুলওয়াদুদ (দৈনিকআমাদের অর্থনীতি), সাংগঠনিকসম্পাদক পদে আব্দুলহাকিম (দৈনিকসাতমাথা) ও সাইফুলইসলাম (দৈনিক উত্তর কোণ), দপ্তর সম্পাদক পদে সেলিমউদ্দিন (দৈনিক একুশে সংবাদ), শামীমআহম্মেদ (দৈনিক প্রত্যাশ প্রতিদিন) এবং রনজু ইসলাম (দৈনিকমহাস্থান), কার্যনির্বাহীসদস্য পদে আব্দুর রহিম (দৈনিক মুক্ত সকাল), প্রতীক ওমর (দৈনিকমানবজমিন) ও মাহফুজমন্ডল (দি বিজনেস পোষ্ট)।
আগামী ৯ মার্চ টিএমএসএসঅডিটোরিয়ামে (চাঁদনী) সকাল ১০টা হতেবিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহনকরাহবে। -খবর বিজ্ঞপ্তী