October 11, 2024, 11:54 am
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ১২ ফুট উচ্চতা ও ৩ কেজি ওজনের একটি গাঁজারগাছ জব্দসহ গাঁজা চাষি ও গাঁজা ব্যবসায়ী একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের মো. ইয়াকুব আলী ভুট্টর ছেলে গাঁজা চাষি আল আমিন (২৬)।
সিংড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।