October 11, 2024, 9:41 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

গাবতলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন প্রদান

গাবতলী প্রতিনিধি: বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোস্তাফিজার রহমানকে বুধবার উপজেলা পরিষদ চত্তরে ৩বান্ডিল ঢেউটিন ও নগদ ২৯হাজার টাকা প্রদান করা হয়েছে। সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে এই অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও নুসরাত জাহান বন্যা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন, থানার ওসি আবুল কালাম আজাদ, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান সবুজ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকতা আরিফ আহম্মেদ, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মনির ইসলাম পিপুল প্রমুখ।

এদিকে একইদিনে দুপুরে উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোস্তাফিজার রহমানের পুড়ে যাওয়া বাড়ী পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং নগদ ১০হাজার টাকা সহায়তা দেন। তিনি ভবিষৎতে আরো সহায়তার আস্বাস প্রদান করেন। এ সময় স্থানীয় ইউপি উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান সবুজ, চেয়ারম্যান ইউনুচ আলী ফকির, ইউপি সদস্য আক্তারুজ্জামান দুলু, যুবলীগ নেতা মনির ইসলাম পিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী রাত সাড়ে বারোটায় গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্ব এর বিষ্ফোরনের ফলে পাট খড়িতে আগুন লেগে অগ্নিকান্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৩টি বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। বসত ঘরের ১টিতে মোস্তফিজার রহমানের শ্বাশুরি কাবাশি বেওয়া (৭৫) বসবাস করতো। পুড়ে যাওয়া ওই ঘরেই দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে কাবাশি বেওয়া এবং গোয়াল ঘরে থাকা ২টি গরুও পুড়ে যায় মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD