October 16, 2024, 7:37 am
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে৷ বুধবার সকাল সাতটার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের নেতৃত্বে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহবুবে সোবহানী বাপ্পী ও তাসনিম ত্রয়ী। ( খবর বিজ্ঞপ্তি