October 13, 2024, 2:59 pm
প্রেস বিজ্ঞপ্তি : রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদারের ৩১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমার কবর জিয়ারত শেষে আজাদ মঞ্জিলে গরীব-দুুঃস্থ মাঝে চাউল ও নগদ অর্থ এবং মিষ্টি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমার পুত্র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, অবসরপ্রাপ্ত মেজর রশিদ সিদ্দিকী, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার সহধর্মীনি তাহরিমা আফরিন তমা, পরিবারের সদস্য সুমন হাকিম, সার্দাদুজ্জামান তালুকদার জাওয়াদ। উল্লেখ্য, মরহুমা হাজী বিবি হায়াতুন নেছা তালুকদার (গাবতলী এলাকা) মরহুম সিরাজুল হক তালুকদার এমপির সহধর্মীনি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এর মা ছিলেন।