October 11, 2024, 6:31 am
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী-শিশুসহ অটোরিকশার সাত যাত্রী মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’