October 11, 2024, 5:47 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রেজাউল করিম মন্টু মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু বগুড়া বারের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাবেক সদস্য ও বগুড়া বারের নেতা ছিলেন।
মরহুম এ্যাড. মন্টু বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের মরহুম ইমারত আলী প্রামানিকের ৩য় ছেলে। তিনি বগুড়া শহরের জলেম্বরীতলায় বসবাস করতেন।
তার মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে।