October 11, 2024, 9:46 am
যমুনা নিউজ বিডি: গাজায় একের পর এক বিপাকে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। দেশটি ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে তারা। একের পর এক সেনা হারাচ্ছে ইসরাইল। গাজায় বহু ইসরাইলি সেনা আহত হচ্ছে। এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আনাদোলুর এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ১৪ ঘণ্টায় গাজায় তাদের আরও ১৫ সেনা আহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ অক্টোবর থেকে শুরু করা স্থল অভিযানে তাদের এক হাজার ৩৫২ সেনা আহত হয়েছেন।
সেনাবাহিনীর তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযানে নিহত হয়েছেন ইসরায়েলের অন্তত ৫৬৯ সেনা। এছাড়া এ সময়ে তাদের আরও প্রায় দুই হাজার ৮৯৭ সেনা আহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার কারণে পুরো গাজা উপত্যকা এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এছাড়া দেশটির হামলায় ফিলিস্তিনের সাড়ে ২৮ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। যাদের অধিকাংশ নারী ও শিশু।