October 14, 2024, 4:44 am
ষ্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির উদ্যোগে ১১ফেব্রুয়ারী/২৪ রবিবার শহরের কালিতলাহাট মাঠে অসহায় পরিবারকে গরু (বোকনা বাছুর) দেয়া হয়েছে।
সমাজসেবক মাহবুবুর রহমান ছোটনের আর্থিক সহযোগিতায় অসহায় মানুষকে সাবলম্বী করতে বিনা মূল্যে গরু দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মমিনুর রশীদ সাইন, বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ (অবঃ) প্রফেসর একেএম ছালামত উল্লাহ্, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা লায়ন কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, দীপ্ত টিভি ও দৈনিক মানবকন্ঠের বগুড়া ব্যুরো প্রধান এসএম আবু সাঈদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, সাংবাদিক নেতা ইনছান আলী শেখ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, সাংবাদিক সংস্থা বগুড়া জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, সদস্য মতিউর রহমান মতি, আবুল কালাম আজাদ বাবু, ইফতেখায়রুল ইসলাম রানা, শাকিল ইসলাম প্রমূখ।
বক্তাগণ বলেন, সাংবাদিকদের একতা থাকার সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। আরো বলেন, বগুড়ায় সাংবাদিক সংস্থার ব্যতিক্রমধর্মীয়ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা অর্থাৎ অসহায় মানুষকে সাবলম্বী করতে বিনা মূল্যে গরু দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে। এই মহৎ কাজটি করার জন্য বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দকে ধন্যবাদ ও সাধুবাদ জানান বক্তারা।