October 14, 2024, 5:53 am
রংপুর প্রতিনিধি: আওয়ামী লীগ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, আমরা জানি সরকার নিয়ন্ত্রিত ভোট হবে। তারপরও উপজেলা নির্বাচনে অংশ নেবো। এর মাধ্যমে ভোটে সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি জনগণের কাছে তুলে ধরবো।
তিনি বলেন, জাতীয় পার্টি প্রতীক নিয়েই নির্বাচন করবে। আওয়ামী লীগ বলেছে তাদের কাউকে দলীয় প্রতীক দেবে না। যেহেতু সবজায়গায় তাদের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চায়; সেটিকে তারা নিরুৎসাহিত করছে না। জাতীয় নির্বাচনেও সেটি করেছে। আমাদের ব্যাপারে আইন আছে প্রতীক নিয়ে নির্বাচন করার, তাই প্রতীক নিয়েই নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটিই জাতীয় পার্টির সিদ্ধান্ত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে উভয়পক্ষ সমানভাবে কথা-বার্তা বলতে পারলে সংসদ কার্যকর হয়। বিরোধী দল হিসেবে আমাদের রোল প্লে করার সুযোগ এখনও সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না।
দেশের অবস্থা ভালো নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সরকার অনেক পদক্ষেপ গ্রহণের কথা বললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। অর্থনীতির বেহাল দশার কারণে মানুষ কর্ম হারাচ্ছে, বেকারত্ব বাড়ছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ।