October 4, 2024, 5:40 am
আদমদিঘী প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও পূর্বের কর্মস্থল ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি বৃক্ষ রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, থানার অফিসার্স ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক প্রমূখ।