October 4, 2024, 6:16 am
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সদরের মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত বাচ্চু মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে।
স্থানীয়রা জানান, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী। সকালে রেল লাইনের আশপাশে ঘুরতেছিলো বাচ্চু। একসময় ঢাকা থেকে আসা আন্তঃনগড় ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দারিয়ে পড়ে সে। এসময় ট্রেনটি হুইসেল বাজারেও সে সড়ে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।