October 4, 2024, 5:40 am

মান্দায় অগ্নিকাণ্ডে পুড়লো ছয়টি বসতবাড়ি, দগ্ধ ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ছয়টি পরিবারের বসতবাড়ি। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ফালাঙ্গাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে ওই গ্রামের সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, হোসেন আলী ও রবিউল ইসলামের বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি দগ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রাম পুলিশ ইয়াদ আলী বলেন, আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD