October 4, 2024, 5:42 am
যমুনা নিউজ বিডি: দীর্ঘ ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। তিনি গণমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে থামানো যাবে না। সারা জীবন লড়াই চালিয়ে যাব।
উল্লেখ্য, গত বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।