October 16, 2024, 8:43 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বগুড়া সদর উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান সফিক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা প্রমূখ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় ৩০টি স্টলে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও দুটি ক্লাব স্থান পায়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের নিজস্ব তৈরী বিভিন্ন উদ্ভাবনীর মডিউল প্রদর্শন করেন। মেলায় আগত অতিথিরা অংশগ্রহণকারীদের স্টল পরিদর্শন করে তাদের উদ্ভাবনীর বিষয়ে জানতে চান।