October 16, 2024, 8:47 am

বগুড়ার কাহালুতে হলুদে রাঙিয়ে শোভা পাচ্ছে বিস্তীর্ণ সরিষার মাঠ

কাহালু প্রতিনিধি: রবি শস্য মৌসুমে বগুড়ার কাহালুতে রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। ফুলে ফুলে মৌ মাছির মধু আহরণে ব্যস্ত আনাগোনা ও প্রকৃতিতে হলুদ বর্ণে শোভা পাচ্ছে কাহালুর বিস্তীর্ণ সরিষার মাঠ। শীতের মাঝামাঝি সময়ে সরিষার হলুদ ফুলে প্রকৃতি যেন সেজেছে এক অপরূপ সাজে। এই অপরূপ সাজে মুগ্ধ হয়ে অনেক প্রকৃতি প্রেমীরা সেই দৃশ্য ক্যামেরা বন্ধী করছেন।

হেমন্তে কালে আমন ধান ঘরে তোলার পরপরই কৃষকরা রবি শস্য চাষে ঝুঁকে পড়েন। চলতি রবি শস্য মৌসুমে এবার বগুড়ার কাহালুতে বারি সরিষার ব্যাপক চাষ হয়েছে। বর্তমান বাজারে ভোজ্য তেল সয়াবিন, পাম ওয়েল ও সরিষা তেলের নিয়ন্ত্রণ হীন মূল্য বৃদ্ধি ও চলতি রবি শস্য মৌসুমে সরকারের বীজ ও সার প্রণোদনার কারণে চাষিরা সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে পড়ায় এবার রবি শস্য মৌসুমে বুক ভরা আশা নিয়ে কৃষকরা সরিষা চাষ করেছেন।

সরকার ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশিও ভাবে ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পর্যাপ্ত পরিমাণে বীজ ও সার প্রণোদনা দিয়েছেন। যার সুফল পাবে এসব কৃষকরা।

জানা গেছে, ৮০-৮৫ দিনের মাথায় পাকা সরিষা ঘরে তোলেন চাষিরা। চলতি মৌসুমে উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌর সভায় এবার ৮ হাজার ২শ হেক্টর জমিতে বারি সরিষা ১৪ হলুদ ফুল ও বারি সরিষা ১৫ সাদা ফুল সরিষা চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়ে রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। এছাড়া ৬ হাজার ৩শ ৭০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। কম খরচে সরিষা চাষে অধিক ফলন ও বাজারে দাম ভালো পাওয়া সরিষা চাষ লাভজনক হওয়ায় সরিষা চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে কৃষকদের। তবে চলতি মৌসুমে কৃষি পণ্যের দাম বৃদ্ধিসহ আলু বীজের দাম বেড়ে দ্বিগুণ হওয়ায় আলু চাষে কৃষকদের ব্যয় বেড়ে যাওয়ায় চাষিরা আগ্রহ হারিয়ে ফেলায় এবার তুলনামূলক আলুর আবাদ কম হয়েছে।

কাহালু সদর ইউনিয়নের বুড়ইল গ্রামের কৃষক মো. আজিজার রহমান জানান, শীত ও ঘন কুয়াশায় আলুর গাছে মোড়ক দেখা দিয়েছে। আলুর গাছ রক্ষায় বার বার কীটনাশকসহ ছত্রাক নাশক ঔষধ প্রয়োগ করতে হচ্ছে। তার পরও দুশ্চিন্তায় আছি। এছাড়া উন্নত জাতের সরিষা বীজ রোপণ করলে ১ বিঘা জমিতে ৬ থেকে ৮ মণ সরিষা ফলন পাওয়া যায়।

আমন ধান ঘরে তোলার পর জমিতে রবি শস্য মৌসুমে আলু, সরিষা চাষ করে কৃষকরা একদিকে যেমন লাভবান হচ্ছে, অন্যদিকে স্বল্প ব্যয়ে জমিতে ইরি বোরো ফসল উৎপাদন করতে পারছে। সেই সাথে রবি শস্য চাষের আগ্রহ বাড়ছে কৃষকের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD