October 16, 2024, 6:30 am
স্টাফ রিপোর্টার: অনলাইনভিত্তিক নারীদের সামাজিক উন্নয়ন সংস্থা ‘আমি অনন্যা’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। আজ শনিবার (২৭ জানুয়ারি) শহরের জলেশ্বরীতলাস্থ ল্যান্ড মার্ক কনফারেন্স রুমে দুপুর থেকে রাত পর্যন্ত চলা ওই আয়োজনে ছিল ‘আমি অনন্যা’র নতুন কমিটির পরিচিতি, শপথ বাক্য পাঠ, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
আট থেকে আশি’র নারীদের পদচারণায় পুরো অনুষ্ঠান স্থল যেন হয়ে উঠেছিল বগুড়ার নারীদের মিলনমেলা। তাদের সৌন্দর্য্য ও অভিব্যক্তি দেখে মনে হয়েছে প্রত্যেকেই যেন একেকজন অনন্যা। বিকেলের আয়োজনে ছিল আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবা বেগম।
সংগঠনের সভাপতি উম্মে ফাতেমা লিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখিকা হোসনে আরা জেমী এবং দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন হাসান।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবা বেগম বলেন, আজকের নারীরা যত সহজে সবকিছু করতে পারছে, একটা সময় তা সহজ ছিল না। আগে নারীদের ঘর থেকে বের হয়ে লেখাপড়া করাটাই ছিল চ্যালেঞ্জের বিষয়। এরপর নারীরা কোন রকমে স্কুল পাস করতেই তাদের বিয়ে দেওয়া হত। অথচ আজকের দিনে নারীরা উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় কাজ করছেন।
তিনি আরও বলেন, সবার আগে প্রয়োজন নারীদের শিক্ষিত হওয়া। কারণ শিক্ষায় নারীর অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে। শিক্ষায় নারীদের ভালো ও মন্দ বেছে নিতে সহযোগিতা করে। লেখাপড়ার পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হোসনে আরা জেমী বলেন, আমরা নারীরা সাধারণতঃ অন্যের জন্যে বাঁচি। সেজন্য আমরা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি। কিন্তু এটি আমাদের জন্য ভুল। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। ভেতরের দুর্বলতাকে শক্তি হিসেবে নিয়ে আলো জ্বালাতে হবে।
তাসলিমা হক রাকা বলেন, ‘আমি অনন্যা একটি অনলাইন ভিত্তিক সংগঠন। এই গ্রুপটি নিজেদের প্রকাশ করার জন্য নারীদের একটি অন্যতম প্ল্যাটফরম। যেখানে তারা অবলীলায় সবকিছু প্রকাশ করতে পারেন।
এই প্ল্যাটফরমের সাথে যারা জড়িত রয়েছেন তাদের নিজেদের নেগেটিভিটি দূরে সরিয়ে পজিটিভিটি নিয়ে এগিয়ে যেতে হবে। আলোচনার পর ‘আমি অনন্যা’র সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাম্প শো প্রদর্শন করেন। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমি অনন্যা’র সাধারণ সম্পাদক শারমিন সুমনা।