October 14, 2024, 5:30 am
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ২শত বোতল ফেনসিডিল সহ ২জন আটক ও ১টি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএমের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অভিযান টিম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলমের নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে থানার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বড়ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১টি পাথর বোঝাইকৃত ট্রাকে ২০০ বোতল ফেনসিডিল বহনের সময় ২ জনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার আওলাদ হোসেনের পুত্র মোঃ কারিমুল ইসলাম (৩২), একই জেলা, থানা ইউনিয়নের মধ্য ধুপনি গড্ডিমারী এলাকার রমজান হোসেনের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৩০)।
পরে আটককৃতদের দেখানো মতে ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি চটের বস্তায় মোট ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ঢাকা মেট্রো ট ১৫ – ৯৬৭০ নাম্বারের ট্রাকটি জব্দ করে থানায নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং ১৩ তারিখ ২৪/১/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১)সারনীর ১৪(গ) ৪১. রুজুু করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান সুস্থ ও সুন্দর সমাজ গঠন করতে হলে সমাজ থেকে মাদকমুক্ত করতে হবে। তাই জলঢাকাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান চলবে।