October 13, 2024, 1:37 pm
স্টাফ রিপোর্টার:রবিবার সন্ধ্যায় টিএমএসএস মহিলা মাকের্ট মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিসিএল বগুড়া অঞ্চল এর আয়োজনে বিদায় ও বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিসিএল আঞ্চলিক কার্যালয় বগুড়া সহকারী মহাব্যবস্থাপক নার্গিস আকতার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিসিএল রাজশাহী সার্কেল এর মহাব্যবস্থাপক মু.আফজাল হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী মহাব্যবস্থাপক সার্কেল সচিবালয় রাজশাহী বজলুর রশীদ,সহকারী মহাব্যবস্থাপক বগুড়া জুলফিকার আলী আকন্দ। অগ্রণী ব্যাংক পিসিএল বগুড়া অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো: শাহজাহান মিঞা’র বিদায় ও নবাগত উপ মহাব্যবস্থাপক মো: জালাল উদ্দিন কে ফুলেল সংবর্ধনা প্রদান করেন আজাদ বাংলাদেশ জুট মিলস এর ডিএমডি মইনুল ইসলাম রুপম।বিদায় বরণ অনুষ্ঠানে ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য বাখেন আজাদ বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ,এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সজল,শাখা ব্যবস্থাপক,এসপিও,পিও ,অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এর সাধারন সম্পাদক আব্দুল খালেক,সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।বিদায় ও বরণ অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিসিএল বগুড়া অঞ্চল এর অফিসার কালি পদ মদক।