October 11, 2024, 8:13 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ড. রেজওয়ান সিদ্দিকীর স্মরণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রোববার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও পিআইবির সাবেক মহাপরিচালক ড. রেজওয়ান সিদ্দিকীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিময় অধ্যায় তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।
স্মরণসভা ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রফিক মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় পরিচালিত হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন ভারতীয় আধিপাত্েযর বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার হলেই ড. রেজওয়ান সিদ্দিকীকে স্মরণ করা হবে।
বিএফ ইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ বলেন, প্রফেশনে একদম ছোট থেকেই শীর্ষে উঠেছিলেন রেজওয়ান সিদ্দিকী।

বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন রেজওয়ান সিদ্দিকী আদর্শ থেকে বিচ্যুত হননি, সর্বদা তিনি পেশাগত মূল্যবোধ ধারণ করতেন।
বিশিষ্ট নজরুল গবেষক কবি আ: হাই শিকদার ডঃ রেদোয়ান সিদ্দিকীর স্মৃতিময় জীবন তুলে ধরে বক্তব্য রাখেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নাওয়াজ খান সাজু বলেন, রেজওয়ান সিদ্দিকীর মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মত ভারী। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রফিক মোহাম্মদ বলেন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তার লেখনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রেজওয়ান সিদ্দিকী সোচ্চার ছিলেন। সিনিয়র সাংবাদিক এরশাদ মজুমদার বলেন রেজওয়ান সিদ্দিকী সর্বদা হাস্যোজ্জ্বল ছিলেন। তার স্মৃতিময় জীবনের উল্লেখ করতে গিয়ে অঝোরে কেঁদেছেন তারই একসময় বন্ধু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন। তিনি বলেন, রেজওয়ান সিদ্দিকী কখনো কখনো হৃদয় ছুঁয়ে যাওয়া আচার আচরণ করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ বলেন, সাংবাদিকতা ও সাহিত্যের সব বিষয়ে লিখতে পারা একজন রেজওয়ান সিদ্দিকী খুঁজে পাওয়া দুষ্কর। জাতির শেকড় চেনার জন্য রেজওয়ান সিদ্দিকীকে জানা দরকার। তাই তার জীবনের উপর একটি স্মারক রচনার আহ্বান জানান তিনি।

তার বন্ধু ডক্টর মাহবুব হাসান বলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রেজওয়ান আমাদের সংগ্রামী চৈতন্য দাঁড় করিয়ে গেছেন। বন্ধু কবি জাহাঙ্গীর ফিরোজ বলেন, বন্ধু আর সহকর্মীদের সাথে আড্ডা দিতেন আর লিখতেন এভাবেই ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন রেজওয়ান সিদ্দিকী। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে “এখানেই আমি” নামে অসাধারণ উপন্যাস লিখেছেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার ও সহকারী মহাসচিব বাসির জামাল, সাংবাদিক নেতা কায়কোবাদ মিলন, আমিরুল ইসলাম কাগজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার হাসনাত করিম পিন্টু, রাশিদুল হক ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন প্রমুখ। বিএফইউজের দপ্তর সম্পাদক মোঃ আবু বকর মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD