October 11, 2024, 10:43 am
ষ্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাতা মরহুমা তৈয়বা মজুমদারের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ আছর বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী জিয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক যুগ্ম সাঃ সম্পাদক আসাদুজ্জামান অটল, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য আঃ রহিম, ফরিদুর রহমান, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী গেদা, যুবদল নেতা রফিকুল ইসলাম লান্টু, শাহিন, উজ্জল, ইনছান আলী, মমিন, সাইফুল, দুলাল, আপেল, মিঠু, হালিম, ছাত্রদল নেতা মাসুদ, সুমন, মিনহাজ, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত, আল আমিন, ফেরদাউস, কাইয়ুম’সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগন প্রমূখ।