October 11, 2024, 6:24 am
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে র্যাব-৫ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ সুভাষ কুজুর (৪০) নামে এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুভাষ কুজুর ওই গ্রামের বারতু কুজুর ছেলে। শনিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুভাষ কুজুর এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।