October 11, 2024, 9:19 am
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারের বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বই ছাত্র-ছাত্রীদের টাকা ছাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে ।
জানা যায়, উক্ত রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বই নিতে গেলে প্রধান শিক্ষক আতাউর রহমান প্রত্যেক শিক্ষার্থীর ২ হাজার টাকা দাবি করেন। এসময় শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে টাকা ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে বই দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আতাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি।
টাকা ছাড়া বই না পেয়ে বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রী ও শতাধিক অভিভাবক সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিনামূল্যে বই পাওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে।
এসময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক আলী বিক্ষোভকারী ছাত্র/ছাত্রী ও অভিভাবকদেরকে বিনামূল্যে দেয়া এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।