October 14, 2024, 6:27 am
স্টাফ রিপোর্টার: বগুড়ায় মিলন মাহাম্মদ নামে এক ট্রাফিক কনস্টেবলকে মারধোরের ঘটনায় বাবা-ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথায় ওই কনস্টেবলকে মারধোর করা হয়।
সদর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মো: মাহবুবুল ইসলাম খান বলেন, আজ বিকেল ৪ টার দিকে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রনে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠাচ্ছিল। তখন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মিলন অটোরিকশাটিকে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং তার সাথে বাক-বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে রিমন পুলিশ কনস্টেবলকে মারধোর করে। পরে লোকজনের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। এর আগে জনগণ পুলিশের কাজে বাধা দেয়ায় রিমনকে উত্তম-মধ্যম দেয়।
তবে ধৃত রিমন বলেছে, ট্রাফিক পুলিশই তাকে মারধোর করেছে। পুলিশ তার বাবাকেও আটক করেছে।
এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহিনুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা দেয়াসহ পুলিশকে মারধোরের ঘটনায় রিমন ও তার বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধৃত রিমন (২২) ও তার বাবা সাইদুল ইসলাম (৫০) সদরের শাখারিয়া এলাকার বাসিন্দা।