October 14, 2024, 6:27 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়ার সাতমাথায় ট্রাফিক পুলিশকে মারধোর, বাবা ও ছেলে আটক

স্টাফ রিপোর্টার: বগুড়ায় মিলন মাহাম্মদ নামে এক ট্রাফিক কনস্টেবলকে মারধোরের ঘটনায় বাবা-ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথায় ওই কনস্টেবলকে মারধোর করা হয়।

সদর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মো: মাহবুবুল ইসলাম খান বলেন, আজ বিকেল ৪ টার দিকে ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রনে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠাচ্ছিল। তখন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মিলন অটোরিকশাটিকে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং তার সাথে বাক-বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে রিমন পুলিশ কনস্টেবলকে মারধোর করে। পরে লোকজনের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। এর আগে জনগণ পুলিশের কাজে বাধা দেয়ায় রিমনকে উত্তম-মধ্যম দেয়।

তবে ধৃত রিমন বলেছে, ট্রাফিক পুলিশই তাকে মারধোর করেছে। পুলিশ তার বাবাকেও আটক করেছে।

এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহিনুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা দেয়াসহ পুলিশকে মারধোরের ঘটনায় রিমন ও তার বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধৃত রিমন (২২) ও তার বাবা সাইদুল ইসলাম (৫০) সদরের শাখারিয়া এলাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD