October 14, 2024, 5:14 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ১০০ আইনজীবীর অভিযোগ

যমুনা নিউজ বিডি: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছেন চিলির ১০০ আইনজীবী।

শনিবার (০৬ জানুয়ারি) গাজায় ইসরায়েলি দখলদারিত্বের অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অভিযোগ পত্রে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধীর মতো জঘন্য কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে বলা হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ফ্রান্সিসকো শাহওয়ান বলেন, নেতানিয়াহুকে এ সব অপরাধের দায় নিতে হবে। শুধু তাই না অবিলম্বে যুদ্ধবিরতি দিতে হবে।

শাস্তি দাবি করে শাহওয়ান আরও বলেন, গাজা হামলায় জড়িত নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তা ও সেনাদেরকে গ্রেফতার করতে হবে।

এর আগে, গত নভেম্বরের মাঝের দিকে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যুদ্ধাপরাধের অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা। ওই সময় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান জানায় দেশটি। গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে বসে দেখতে পারে না বলেও সতর্ক করে দেয় দক্ষিণ আফ্রিকা।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এছাড়া ইসরায়েলির হামলায় আহত হয়েছেন আরও ৫৮ হাজার ১৬৬ ফিলিস্তিনি। আর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের চালানো হামলায় এক হাজার ১৩৯ জনের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD