October 6, 2024, 12:48 am
স্টাফ রিপোর্টার : বিএনপি’র ডাকা হরতালের সমর্থনে আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে বগুড়া শহরের বেশ কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও শহরের ঠনঠনিয়া এলাকার তাজমা সিরামিকের সামনে চারটি ককটেল বিষ্ফোরণের খবর পাওয়া যায়।
জানা গেছে, আজ সকালে হরতালের সমর্থনে শহরের নামাজগড় এলাকা থেকে একটি মিছিল বের করে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তারা মিছিলটি নিয়ে কাটনারপাড়া করোনেশন ইন্সটিটিউশনের সামনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
এছাড়াও দত্তবাড়ি এলাকায় একটি ট্রাক, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি ইজিবাইকে ভাঙচুর চালায় তারা। এছাড়াও শহরের নারুলী এলাকায় আরও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।