October 6, 2024, 12:48 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বগুড়া শহরে হরতাল চলাকালে ১০টি গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ডাকা হরতালের সমর্থনে আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে বগুড়া শহরের বেশ কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও শহরের ঠনঠনিয়া এলাকার তাজমা সিরামিকের সামনে চারটি ককটেল বিষ্ফোরণের খবর পাওয়া যায়।

জানা গেছে, আজ সকালে হরতালের সমর্থনে শহরের নামাজগড় এলাকা থেকে একটি মিছিল বের করে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তারা মিছিলটি নিয়ে কাটনারপাড়া করোনেশন ইন্সটিটিউশনের সামনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।

এছাড়াও দত্তবাড়ি এলাকায় একটি ট্রাক, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, একটি পিকআপ ও একটি ইজিবাইকে ভাঙচুর চালায় তারা। এছাড়াও শহরের নারুলী এলাকায় আরও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD