October 6, 2024, 1:44 am
একতরফা আমি-ডামি নির্বাচন বর্জনের আহ্বানে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বগুড়ার কর্মিসভা বাসদ কার্যালয়ে বাসদ সদস্য সচিব এডভোকেট দিলরুবা নূরীর সভাপতিত্বে আজ ০৬ জানুয়ারি বেলা ১১:৩০টায় অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম। কর্মিসভায় আলোচনা করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়ার অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফরিদ, বাসদের অন্যতম সদস্য সাইফুজ্জামান টুটুল, শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সন্তোষ পাল, বাসদ সদস্য মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা নেতা নিয়তি সরকার নিতু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সভাপতি সাব্বির আহমেদ রাজ।
কর্মিসভা থেকে নেতৃবৃন্দ, একতরফা আমি-ডামির নির্বাচন বর্জনে কর্মি-সংগঠকদের সক্রিয় থাকবার আহ্বান জানান এবং দেশবাসীকে নির্বাচন বর্জনে আহ্বান জানান। অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।