April 25, 2024, 12:40 am

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সাক্ষাৎ

যমুনা নিউজ বিডিঃ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সঙ্গে বাংলাদেশে সফররত ফিলিস্তিনি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ মে) সেনাবাহিনী সদর দফতরে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে প্রতিনিধি দলের দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারা এ এইচ মুছলেহ। এর আগে পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিনি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই আলোচনার মধ্য দিয়ে ফিলিস্তিন সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD