October 4, 2024, 5:42 am
যমুনা নিউজ বিডি: দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণার সময় শেষ হওয়ার পর থেকে ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন সারা দেশে নির্বাচন সংক্রান্ত অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সকাল ১০টা থেকে মাঠে নেমেছেন তারা।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনি এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনি অপরাধ আমলে নিলে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) বরাবর প্রেরণ করবেন।
ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।