October 14, 2024, 5:49 am
যমুনা নিউজ বিডি: সিরিয়ার পূর্বাঞ্চলে অতর্কিত বিমান হামলায় ২৩ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা করেছে বলে ধারণা করছে যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী। ইসরায়েলি হামলায় দেশটির উত্তরাঞ্চলে আরও চারজন নিহত হয়েছেন। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইরাক সীমান্তের নিকট অন্তত নয়টি বিমান হামলায় ২৩ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন সিরিয়ান, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর চারজন সদস্য, ছয়জন ইরাকি এবং আটজন ইরানি। পর্যবেক্ষক গোষ্ঠী আরও জানিয়েছে, শনিবারে সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহরের বিমানবন্দরের নিকট ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। সেই হামলায় চারজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন।
সিরিয়ায় বিমান হামলাকারীর সন্দেহ করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সম্ভবত ইসরায়েল এই বিমান হামলা করেছে। ইসরায়েলকে দায়ী করার আগে যুক্তরাষ্ট্রের দিকে সন্দেহের তীর ছুড়েছিল সংগঠনটি। যুক্তরাষ্ট্রকে সিরিয়া হামলার সন্দেহ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কোনও হামলা করেনি।
এদিকে ইসরায়েল হামলার বিষয়ে খুব একটা মন্তব্য করে না। তবে এবার সিরিয়া হামলার পর জোর গলায় বলেছে, চিরশত্রু ইরানকে সিরিয়ায় প্রবেশ করতে দিবে না।