October 14, 2024, 4:26 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

সুষ্ঠু ভোট হলে রূপগঞ্জে নৌকার জামানত থাকবে কিনা সন্দেহ : স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া

যমুনা নিউজ বিডি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে রূপগঞ্জে নৌকার জামানত থাকবে কিনা সন্দেহ আছে।’

সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
শাহজাহান ভূঁইয়া বলেন, ‘নৌকার প্রার্থী গোলাম দস্তগীরের পায়ের তলায় মাটি নেই। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি-ধামকি ও ভয়ভীতি ছাড়া কোন কার্যক্রমে নেই। তারা বিগত দিনে যে অপকর্ম করেছে, তাতে কোন সাহসে সাধারণ মানুষের ভোট চাইবে?’

তিনি আরও বলেন, ‘আমার গণসংযোগে যেভাবে হাজার হাজার লোক সমবেত হয়, প্রশাসন ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করে তাহলে আমার কেটলি মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।’

অপর প্রার্থী তৃণমূল বিএনপির ড. তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শাহজাহান ভূঁইয়া বলেন, ‘তৈমূর আলম রূপগঞ্জের সন্তান, আমিও রূপগঞ্জের সন্তান। সুতরাং রূপগঞ্জের সন্তানদের মধ্যে কোন মত বিরোধ নেই। যে বাইরের লোক, যে বিগত ১৫ বছর রূপগঞ্জে শাসন-শোষণ করেছে, আমাদের অভিযোগ তার বিরুদ্ধে।’

সোমবার সকাল থেকে উপজেলার তারাব পৌরসভার বরাব, মোগড়াকুল, খাদুন, মৈকুলী, দীঘিবরাব ও বরাববাজারসহ বিভিন্ন এলাকায় শাহজাহান ভূঁইয়া ও তার কর্মী-সমর্থকরা কেটলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ করার সময় শত শত নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, আক্কেল আলী, আব্দুল মান্নান মুন্সি, ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, আব্দুল কাইয়ুম খান, আমিনুল ইসলাম খোকন, মোতাহার হোসেন নাদিম, শাখাওয়াত হোসেন ও নবী হোসেনসহ কয়েকশ’ নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD