October 14, 2024, 4:54 am
যমুনা নিউজ বিডি: নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেন, তাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনী আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে। এমনকি প্রার্থিতাও বাতিল করা হতে পারে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠুু করতে প্রশাসনে অনেক রদবদল করা হয়েছে। এটা কোন পাতানো নির্বাচন নয়। তিনি আরও বলেন, আমরা বিদেশী কোন চাপে নেই। বরং দেশি বিদেশী প্রায় ২০০০ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছে। এবং সকল দূতাবাসও নির্বাচন মনিটরিং করবেন। রবিবার বেলা পৌনে ৩টার দিকে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়া ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবেন। কেউ ভোট প্রদানে বাঁধা সৃষ্টি করলে আইনগত ব্যব¯হা নেয়া হবে। বিএনপি নির্বাচনে আসা প্রসঙ্গে বলেন, এখন আর নির্বাচনে আসার সুযোগ নেই। নির্বাচনী ট্রেন ছেড়ে গেছে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পীর মিসবাহ বলেন, নৌকার সমর্থকরা ভোটের মাঠে প্রচার করছেন ভোট দিলেও পাশ, না দিলেও পাশ। এছাড়া সরকারি বেশ কিছু নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যব¯হা নিতে ইসিকে অনুরুধ করেন।
সুনামগঞ্জ- ৩ আসনের নৌকার প্রার্থী পরিকল্পনমন্রী এম,এ মান্নান বলেন, আমার ঈমান আছে, ভোট ডাকাতি করবনা। আমার নির্বাচনী এলাকার পরিবেশ। মানুষ ভোট দিতে আগ্রহী। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, জেলা পুলিশ সুপার মো, এহসান শাহ এ সময় উপস্থিত ছিলেন।