October 14, 2024, 5:05 am
ধুনট প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ সংসদীয় আসনের প্রার্থী মজিবর রহমান মজনু বলেছেন দেশের স্বার্থে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করে যেতে হবে। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে অপশক্তির বিরুদ্ধে নৌকার বিজয় হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ এ জনসভার আয়োজন করে। জনসভায় সভাপতির বক্তব্য রাখেন ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম।
ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, আওয়ামী লীগ নেতা আনোয়ার পারভেজ রোবন, টিআইএম নুরন্নবী তারিক, আব্দুল হাই খোকন, আসিফ ইকবাল সনি, শরিফুল ইসলাম খান, শিল্পী রহমান, মুর্শিদা আকতার মারিয়া, সারোয়ার করিম মিন্টু, আইয়ুব আলী, নাজমুল আলম খোকন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।